The Loverd City of Khulna - Bangla Poem By MD. Shinha Sarder

 

প্রাণের শহর খুলনা

— লিখেছেন: MD. Shinha Sarder


খুলনা আমার প্রাণের শহর,

স্বপ্নে আঁকা সোনার বলয়,

নদীর কূলে বাঁকে বাঁকে

স্মৃতির রঙে রাঙানো রয়।


রূপসা নদী কূল ছুঁয়ে যায়,

হৃদয় ভরে স্নিগ্ধ হাওয়া,

বিকেল বেলায় বটতলায়

গল্প করে শত জনতা।


গল্লামারী, শিববাড়ি —

ইতিহাসে ভরা প্রাণ,

শহীদদের স্মৃতি ধরে

প্রতিটি রাস্তা, প্রতিটি জান।


খুলনা কলেজ, বিশ্ববিদ্যালয়,

তরুণ মেধার দীপ্ত দীপ,

আলোকিত করে সমাজকে

যেন তারা জ্বালায় চির শিখ।


নতুন রূপে গড়ে উঠছে

বাণিজ্য, শিল্প, শিক্ষা ধারা,

খুলনার বুকেই আজ ফুটেছে

স্বপ্নের এক নতুন তারা।


খুলনা মানেই আপন ভুবন,

ভালোবাসায় ভরা শহর,

এই মাটি, এই ধুলিকণা —

আমার গর্ব, আমার অন্তর।




Next Post Previous Post